আজকাল ওয়েবডেস্ক: নেশনস লিগে ঝড় তুলল জার্মানি। কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আগের ম্যাচেই পেয়ে গিয়েছিল তারা। বসনিয়া-হার্জেগোভিনার বিরুদ্ধে ম্যাচটা  ছিল জার্মানির কাছে গ্রুপ সেরা হওয়ার। সেই ম্যাচেই জার্মানি সাত গোলে বিধ্বস্ত করল বসনিয়া-হার্জেগোভিনাকে।

 নেশনস লিগে এই ৭-০ ব্যবধানে জয়ই সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে এত বড় ব্যবধানে কোনও দলই জিততে পারেনি নেশনস লিগে। ম্যাচের দ্বিতীয় মিনিটে থেকে শুরু হয় জার্মানির গোলবর্ষণ। জামাল মুসিয়ালা প্রথম গোলটি করেন। ২৩ মিনিটে টিম ক্লেইনডিয়েনস্ট ২-০ করেন জার্মানির হয়ে।

 ৩৭ মিনিটে কাই হাভার্টজের গোলে জার্মানি এগিয়ে যায় ৩-০-এ। দ্বিতীয়ার্ধে ৫০ ও ৫৭ মিনিটে গোল করেন ফ্লোরিয়ান ভির্টৎস।৬৬ মিনিটে সানে ৬-০ করেন। এর তেরো মিনিট পরে ক্লেইনডিয়েনস্ট ৭-০ করেন। জার্মানির আক্রমণে খড়কুটোর মতো উড়ে যায় বসনিয়া-হার্জেগোভিনা। 

সাত গোলে জয়ের রাতে লিগ টেবিলে শীর্ষে পৌঁছল জার্মানি। জার্মানির এহেন বড় জয়ের পরে কোচ নাগলসম্যান বলেন, ''কোনও খেলোয়াড়ের চোট লাগেনি এটা ভাল দিক। রক্ষণাত্মক রণনীতি নিয়ে খেলতে নামা একটা দলের বিরুদ্ধে সাত গোল দেওয়া বড় ব্যাপারই বলতে হবে।''